নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে সাড়ে তিন ঘণ্টা ধরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ জনতা। বুধবার সকাল ১০টা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নেন তারা।
এসময় রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ ছিল। অবরোধ ও সমাবেশ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রংপুর-কুড়িগ্রাম সড়কে একের পর এক প্রাণহানির ঘটনায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জালাল উদ্দিন ভূইয়া মামুনের সভাপতিত্বে সনাফের আহ্বায়ক মমিন মিল্লাত, সদস্য নাজমুল হাসান নান্নু, রবিউল ইসলাম, মাইদুল ইসলাম, আজাদসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, অপ্রশস্ত সড়কে বেপরোয়া যান চলাচলের কারণে একের পর এক প্রাণহানি ঘটছে। প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনকারীরা দ্রুত নিরাপদ সড়ক ও চার লেন সড়কে উন্নীতকরণের আশ্বাস না মিললে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই