কেরানীগঞ্জের কাকালিয়া ও শাক্তা এলাকায় অবৈধ ব্যাটারি কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ মে) এই অভিযানে সাগর ব্যাটারি হাউজ ও ইয়েসপা মেটাল নামের দুটি অবৈধ কারখানা সিলগালা করা হয়েছে।
অভিযানে কারখানাগুলোর সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, অভিযানে দেখা যায় একটি রাস্তা দস্তা কারখানার বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে। সাত দিনের মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। তাকে সহায়তা করে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।
এছাড়া, রাজধানীর বাংলামটর ও যাত্রাবাড়ীতে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং একটি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসরণ করে ইস্কাটন ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে টেকনিক্যাল এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী অভিযানে ১০টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত ও চলমান থাকবে।
বিডি প্রতিদিন/মুসা