নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামসিদ ইরান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে চোলাই মদ ও গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রামচন্দ্রদী এলাকা মাদক ব্যবসায়ী হাসিনাকে (৬০) এক বছর বিনাশ্রম কারাদণ্ড, একই এলাকার লেংড়া শফিককে (৪৫) ছয় মাসের এবং দাইরাদীর আলমকে (৩৯) এক বছর, মাদক সেবনের দায়ে রামচন্দ্রদীর বাবুলকে (৩৪) পাঁচ দিন এবং একই এলাকার লিটনকে (২৪) পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সেই সাথে যৌথ অভিযানে সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটি টিম অংশ নেন। এ সময় ছিলেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. খোরশেদ আলম।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন বলেন, রামচন্দ্রদী গ্রামে অভিযানের পর পাঁচজনকে আটক করা হয়। এরপর এদের উপজেলা পরিষদ কার্যলয়ের সামনে এনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এই অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ