জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’-তে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হবে। আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে এর আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে ‘হিরোস উইদাউট কেপস : প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ ও ‘জুলাই বীরগাঁথা’ শিরোনামের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
জুলাই স্মরণে সব জেলায় প্রতীকী ম্যারাথন : জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ দেশের সব জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে। যার অগ্রভাগে থাকবেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
এ ছাড়া একই দিন রাজধানীর রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে থাকবে অনুষ্ঠান। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।