রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামির নাম মো. মোবারক মিয়া (৪৫)।
বুধবার রাতে যাত্রাবাড়ী থানাধীন মিরহাজারীবাগ এলাকা থেকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার সকালে ক্যাম্পটির স্কোয়াড কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে র্যাব-১০, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মীর হাজীরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মো. মোবারক মিয়া নামে এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত মোবারক মিয়ার বাবার নাম মৃত নোয়াব মিয়া এবং তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার কলসের কান্দী গ্রামের স্থায়ী বাসিন্দা।
র্যাব-১০ আরও জানায়, মোবারক মিয়া দীর্ঘদিন ধরে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন