ঢাকার অদূরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য আনা পলাশ আহমেদ (২৬) নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে অসুস্থ অবস্থায় মাহবুবুর রহমানের নেতৃত্বে কয়েকজন কারারক্ষী পলাশ আহমেদকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের শহীদ উদ্দিনের ছেলে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, পলাশ আহমেদ মিরপুর মডেল থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ