বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর হাসপাতালে দালাল প্রেরণকারী ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
হাসপাতাল থেকে রোগীর দালাল প্রতিরোধের লক্ষ্যে শনিবার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব মালিক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এ হুশিয়ারী দেন পরিচালক।
এ সময় তিনি বলেন, সরকারী নিয়ম মেনে ল্যাব পরিচালনা করতে হবে। দালালমুক্ত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে হবে। রক্ত সংগ্রহের জন্য সনদধারী টেকনিশিয়ান থাকতে হবে। কিশোর-কিশোরী কিংবা শিক্ষিত নয় অথবা উচ্ছৃঙ্খল কাউকে ল্যাবের প্রতিনিধি নিয়োগ করা যাবে না।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সেমিনার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাসপাতালের সামনের ২৫টি ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব মালিক ও প্রতিনিধিরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল