নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫ হাজার ৬২০ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন বোঝাই একটি কাভার্ডভ্যানসহ তিন জনকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।
উদ্ধারকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮৬ হাজার ৮’শ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
আজ রবিবার (২৩ মার্চ) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর ব্রিজের ঢালে সাজেদা হসপিটাল এর সামনে থেকে পলিথিনসহ কাভার্ডভ্যানটিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাভার্ডভ্যানের চালক ঢাকা জেলার ধামরাই থানার গাংগুটিয়া গ্রামের এসহাক মিয়ার ছেলে মো. রফিক (৫০), চালকের সহকারী মনির হোসেন (৩২) মুন্সিগঞ্জ জেলার সদর থানার বাংলা বাজার এলাকার রুহুল আমিন সরকারের ছেলে এবং চালককের সহকারী মো. আরিফ হোসেন (৩১) নোয়াখালী জেলার সাধুরাম থানার মহাব্বাতপুর এলাকার শফিকুল রহমানের ছেলে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে টাইগার রি- রোলিং মিল সংলগ্ন সাজেদা হাসপাতালের সামনে থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে নিষিদ্ধ পলিথিন জব্দ করাসহ তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টিআই আবু নাঈম সিদ্দিকী।
বিডি প্রতিদিন/জামশেদ