রাজধানীর রামপুরার ওয়াপদা রোড এলাকায় একটি যাত্রীবাী বাসের চাপায় মো. আলী হোসেন তালুকদার (৩৪) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাসচাপায় আহত ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত আলী হোসেন খিলগাঁও তালতলা মাটির মসজিদ এলাকার বাসিন্দা। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অ্যাকাউন্ট অফিসার। তার বাড়ি পিরোজপুর জেলার সদর থানার কুমিরমারা গ্রামে।
তাকে হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থীরা বলেন, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি বাস ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারাও এসেছেন।
নিহতের বড় ভাই আলম তালুকদার বলেন, আমার ছোট ভাই ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সহকারী অ্যাকাউন্ট অফিসার হিসেবে চাকরি করেন। খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই আর বেঁচে নেই। জানতে পারলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।
তিনি বলেন, এক বছর আগে আমার ভাই বিয়ে করেছে। এখনো তার স্ত্রীকে তুলে আনা হয়নি।
এ বিষয়ে রামপুরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাস্থলে নিহত হন আলী হোসেন তালুকদার। এতে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাসটির চালক পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ