দেড় যুগ আগে রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী মনসুর মল্লিক হত্যার ঘটনায় করা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-মিরপুর এলাকার ‘বি’ ব্লকের মৃত হায়দার হোসেনের ছেলে মো. জহিরুল ইসলাম জহির ও কাফরুল থানা এলাকার ‘বি’ ব্লকের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. আ. রহিম ওরফে চঞ্চল। রায়ে তাদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
অন্যদিকে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামি হলেন-ঝালকাঠি জেলার নলছিটি থানার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে মো. আ. করিম, মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীবাড়ী থানার ওমর আলী শেখের ছেলে বাবু ওরফে হাতী বাবু, একই জেলার শ্রীনগর থানার বনগাঁও গ্রামের মৃত সিরজন আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন ও রাজধানীর সূত্রাপুর থানার টিকাটুলি এলাকার মো. এম এ সাবেরের ছেলে মো. সফিউদ্দিন আদনান ওরফে তারেক। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১২ মে রাত ১০টার দিকে ডেইরি ফার্ম ব্যবসায়ী মনসুর মল্লিক তার নিজ খামারে অবস্থান করছিল। তার খামারটি পল্লবী থানাধীন প্যারিস রোডের ‘ডি’ ব্লকে অবস্থিত। এ সময় রাত ১০টা ১০ মিনিটের দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মিসেস তাসলিমা বেগম (৩১) রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০০৭ সালের ২০ আগস্ট আটজনকে অভিযুক্ত করে রাজধানীর পল্লবী থানার উপ-পরিদর্শক মো. আসলাম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।
বিডি প্রতিদিন/এমআই