চরমোনাই মাহফিল থেকে চুরি করা ৬৪টি মোবাইল ফোনসেটসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো পটুয়খালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা নাজমুল হাসান আনোয়ার (৩২), বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া এলাকার ওমর ফারুক (৩৬), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মুকরিম পুর এলাকার মো. ওমর (৩০), নওগাঁ জেলার সাপাহার থানাধীন মাইপুর এলাকার আসাদুজ্জামান (২৮) ও গোপালগঞ্জের সদর থানাধীন কাজলিয়া এলাকার মো. বরকত (৩০)। আটককৃতরা দেশের বিভিন্ন গনজমায়েতের স্থান থেকে মোবাইল ফোন সেট চুরির চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফলপট্রি এলাকার আবাসিক হোটেল এ অভিযান করে পুলিশ। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে ৬৪টি মোবাইল ফোন সেটসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলের সিংহভাগ চরমোনাই মাহফিলে আসা মুসুল্লিদের বলে আটককৃতরা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, আটককৃতরা একটি চোরাই চক্রের সদস্য। এ চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে গণজমায়েতের স্থানে গিয়ে মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র চুরি করে। চরমোনাই মাহফিলে চুরি করার জন্য এসে হোটেল চন্দ্রদ্বীপের দুটি কক্ষ ভাড়া নেয়। সেখানে অবস্থান করে চরমোনাই মাহফিলে চুরি করে। চক্রের সাথে আরো কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ