চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। রবিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহামুন নবী। জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর এএসএম সাইফুদ্দিন চৌধুরী, সরওয়ার আলম চৌধুরী মনি, সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনির, সিজেকেএস সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় ২টি স্কুলের মোট ৪০ জন শিক্ষার্থী ৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল