চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু (৫০) কে হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার এসআই নাজমুল হাসান। বৃহস্পতিবার ভোরে পৌরসদরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ছিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আহসান লাভু হাটহাজারীর আসনের সাবেক এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্ঠজন ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা পৌরসদরের নিজ বাসায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম