চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ফরেস্ট অফিস এলাকায় মোটর দিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ কামাল (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। খোরশেদ কামাল ওই এলাকার আবুল বশরের ছেলে।
পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, খোরশেদ পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দেওয়ার জন্য সংযোগ স্থাপন করছিলেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম