চট্টগ্রাম নগরের বাকলিয়ার আবাসিক এলাকার একটি বাসা থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. সরোয়ার উদ্দিন (৩৫), মো. মারুফ হোসেন প্রকাশ মানিক (৩৩) এবং মো. জামাল উদ্দিন (৩৯)। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদের তিনজনকে আটক করা হয়। আটকরা জিজ্ঞাসাবাদের জানিয়েছে, তারা পরস্পর যোগসাজসে বিক্রির জন্য আগ্নেয়াস্ত্রটি হেফাজতে রাখে।
বিডি প্রতিদিন/এএম