লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে প্রাথমিক শিক্ষা অফিস এ আয়োজন করে। প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ ৩৬টি ইভেন্টে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, পি.টি.আই সুপারিনটেনডেন্ট মো. শফিকুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মফিজ উদ্দিন আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, শিক্ষক নেতা আলাউদ্দিন আলো, জাহাঙ্গীর আবেদ, জসীমউদ্দীন, আলতাফ হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল