চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পা পিছলে পড়ে দুলাল মিয়া (৪২) নামে এক নাবিক তলিয়ে গেছেন। শনিবার রাত ১০টায় কর্ণফুলী নদীর বিএফডিসি ১ নম্বর জেটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুলাল নোয়াখালীর চরজব্বার থানার বাসিন্দা। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১ এ ফিশ মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
সদরঘাট নৌ-পুলিশের ওসি একরাম উল্লাহ জানান, খবর পেয়ে রাত থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালালেও রবিবার দুপুর পর্যন্ত ওই নাবিকের খোঁজ মেলেনি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে তার কর্মস্থল মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স -১ এ ওঠার সময় অসাবধানবশত পা পিছলে নদীতে পড়ে যান। নদীতে পড়ার পর একবার ভেসে উঠলেও পরে আবার ডুবে যান দুলাল। তাৎক্ষণিকভাবে অন্য জাহাজের ডুবুরিরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
বিডি প্রতিদিন/এমআই