রমজান মাস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিটিভি চট্টগ্রামের স্টুডিওতে ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে মাসব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
এতে প্রথম স্থান অধিকার করেছেন তানজিনাতুল হোসনা তাবিয়া। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে খন্দকার ইসরাত জাহান মুনতাহা ও তাহফিজা-ই-ইলাহি। বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার (জিএম) ইমাম হোসাইন।
স্বাগত বক্তব্যে জিএম ইমাম হোসাইন বলেন, প্রতিষ্ঠার পর এই প্রথম বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ৭ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে এ ধরনের রিয়্যালিটি শো’র আয়োজন করল। ছয় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করেছিল। তাদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর ৩৬০ জনকে নিয়ে ১৮ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু হয়। একাধিক রাউন্ড শেষে ফাইনালে পৌঁছে আটজন।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মধ্যে কোরআন চর্চার আগ্রহ বাড়াতে ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই