চট্টগ্রামের নগরীর মাইলের মাথা এলাকায় ছাদ থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) নগরীর মাইলের মাথা আজিজ ভবনের ছাদ থেকে পড়ে ৭ বছর বয়সী রমজান নামে এক শিশু নিহত হয়।
স্থানীয় বাসিন্দা কায়সার জানান, শিশু রমজান ভবনের ছাদে খেলছিল। খেলার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে কার্নিশ থেকে নিচে পড়ে যায়। নিচে থাকা সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।
সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, "খবর পেয়েই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে আমরা যাওয়ার আগেই শিশুটি মারা গিয়েছিল। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"
বিডি প্রতিদিন/আশিক