চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। এ সময় আরেকজনকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সালেহ আহমদ (৪২)। তিনি উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহ পাড়ার মোহরম আলীর ছেলে। শুক্রবার ওই ইউনিয়নের গশ্চি ধরের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে দুটি কার নিয়ে ঘটনাস্থলে এসে অস্ত্রধারীরা সালেহ আহমদকে গুলি করে। তিনি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এরপর তার ভাগনে মুহাম্মদ জামশেদ (২৫)কে তুলে নিয়ে যায়। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গুলিবিদ্ধ হওয়ার কথা বললেও আঘাতের চিহ্ন দেখে গুলির ঘটনা ঘটেছে বলে মনে হয় না। এছাড়াও আহত ব্যক্তিরা থানায় এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি।
বিডি প্রতিদিন/জামশেদ