সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্সকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর আখালিয়াস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে জালালাদ থানা পুলিশ।
ফরহাদ বক্স মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘনিষ্টজন ও ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারি পরওয়ানাভূক্ত আসামি ছিলেন ফরহাদ।
আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানান মিডিয়া অফিসার সাইফুল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন