সিলেটের গোয়াইনঘাট জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পিয়াইন নদীতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ এক সপ্তাহ পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নদীতে ডুবে মারা যাওয়া পর্যটক আবু সুফিয়ান (২৬) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আবদুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে যান আবু সুফিয়ান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করেও তার কোন সন্ধান পাননি।
বিডি প্রতিদিন/এএম