ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া-মলাইশ-গাজীপুর এলাকার যুবকদের উদ্যোগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মলাইশ বান্নিঘাটে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
বুড্ডা নদীরঘাট থেকে মলাইশ নদীর ঘাটে প্রায় ২ কিলোমিটার এলাকায় ছিল হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়। নদীতে ভাড়া করা অসংখ্য নৌকা নিয়ে দর্শকদের ঢল নামে। নারীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
আয়োজক কমিটির সভাপতি মেহরাজ আহমেদ জানান, বুল্লা থেকে ২ টি, এক্তারপুর থেকে ১টি, ক্ষমতাপুর থেকে ১টি ও বুড্ডা থেকে ১টি নৌকা বাইচে অংশ নেন। মনোমুগ্ধকর প্রতিযোগিতামূলক বাইচে বিজয়ী হয় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের নৌকা (শাপলা বয়েজ ক্লাব)। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বুল্লার ফুল ইসলাম ও বাসু মিয়ার নৌকা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাসুদ রানা।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ, ২য় স্থান অর্জনকারী দলকে টিভি ও তৃতীয় স্থান অর্জনকারী দলের হাতে রাইস কুকার তুলে দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল দলের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন