ভাঙ্গায় সোমবারের সহিংসতা ও তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এনসিপি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠন এবং এনসিপির উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশ থেকে অখণ্ড ভাঙ্গা রক্ষার দাবি করা হয়। সোমবারের তাণ্ডব ও সহিংসতার জন্য ফ্যাসিবাদের দোসরদের দায়ী করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আশরাফ শেখ।
এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন