সিলেটে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুরের শামীম আহমদের ছেলে রাজু মিয়া (২৫), সিলেটের বিশ্বনাথ থানার মোল্লারগাঁও’র আলতাফ মিয়ার ছেলে কামরুল (২৫) ও সুনামগঞ্জ জেলঅর বিশ্বম্ভরপুর থানার লতারপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জিসান রাব্বি (২৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার ভোর রাত পৌণে ৪টার দিকে দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ওই তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম