উজানে ভারতের পাহাড়ী অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও সিলেটে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে নদ-নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ‘আকস্মিক বন্যায়’ সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সূত্র জানায়, গেল কয়েক দিন ধরে উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরার পাহাড়ী এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে সিলেটের সুরমা, কুশিয়ারাসহ সবকটি নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে।
পাউবো সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ৮০ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৫৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কুশিয়ারার পানি আমলশীদে ৮৭ সেন্টিমিটার, শেওলায় ৮৪ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ১৫ সেন্টিমিটার, শেরপুরে ১৩ সেন্টিমিটার, লোভা নদীর পানি ৯২ সেন্টিমিটার, সারি নদীর পানি ৬১ সেন্টিমিটার, ডাউকি নদীর পানি জাফলংয়ে ৪০ সেন্টিমিটার, সারিগোয়াইন নদীর পানি ৩৬ সেন্টিমিটার ও ধলাই নদীর পানি ১২ সেন্টিমিটার বেড়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ