হবিগঞ্জের বাহুবলে নিজ গ্রাম স্নানঘাটে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান করছেন বাংলার ফুটবলের মহা তারকা হামজা দেওয়ান চৌধুরী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় নিজ অর্থায়নে তিনি গ্রামের প্রায় দেড় শতাধিক মানুষের প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন।
এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া হামজা দেওয়ান চৌধুরী অর্থায়নে গ্রামে নির্মাণ করেছেন এতিম ও মাদ্রাসা। বিনামূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগে করে দিয়েছেন তিনি। এর আগে বিকেল ৩ টায় ঘুম থেকে উঠেন হামজা। এরপর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে দেখা করেন তিনি। মঙ্গলবার ইফতারের পর এই ফুটবল তারকার ঢাকায় ফেরার কথা রয়েছে।
হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী জানান, প্রতি বছরই হামজার অর্থায়নে গ্রামে অসহায় দরিদ্রদের আর্থিক অনুদান দেয়া হয়। মসজিদ, মাদ্রাসা ও গরীব মানুষদের সহায়তা করতে পছন্দ করেন হামজা।
বিডি প্রতিদিন/জামশেদ