‘বিগত ফ্যাসিস্ট সরকারের মত অন্তর্বর্তীকালীন সরকারও সকল ক্ষেত্রে সিলেটের সাথে বৈষম্য করছে। তাই অনেক উন্নয়ন প্রকল্প থেকে সিলেটের নাম বাদ দেওয়া হয়েছে। আর নেতৃত্বের অভাবে এই বৈষম্যের শিকার হতে হচ্ছে সিলেটকে।’
সোমবার বিকালে নগরীর কুমারপাড়াস্থ নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রকল্প বেশ প্রশংসিত হয়েছিলো। কিন্তু পরে তা সিলেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সিলেট বিমানবন্দর-বাদাঘাট-তেমুখী বাইপাস সড়কের কাজ এখনো শেষ হয়নি। ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের ভূমি অধিগ্রহণ এখনো শেষ হয়নি।
আরিফুল হক চৌধুরী বলেন, শুধু তাই নয়, বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য জায়গায় যেখানে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সেখানে সিলেটের কোন প্রকল্প নেই। প্রবাসী অধ্যুষিত সিলেটের বিমান ভাড়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বৈষম্য। ফ্যাসিস্ট সরকারের মত অন্তর্ববর্তীকালীন সরকারও সিলেটের সাথে বৈষম্য করছে।
বিডি প্রতিদিন/হিমেল