রাজধানীর ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পূর্ব তেজতুরী বাজারের সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রবিবার দুপুর ১টা থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের এই সড়কে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি।
সরেজমিনে দেখা যায়, ডিএনসিসির কর্মীরা এক্সকাভেটর ব্যবহার করে সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। তাদের সহায়তায় ছিল পুলিশ।
এর আগে বেলা ১১টার দিকে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ফার্মগেট’ ব্যানারে সরকারি বিজ্ঞান কলেজের শতাধিক শিক্ষার্থী ওই সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। তারা ‘ফুটপাত দখল মুক্ত করো’, ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের সামনের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট ও অস্থায়ী বাজার গড়ে উঠেছে। এতে পথচারীদের চলাচল ও কলেজের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এছাড়া কলেজের সামনে কোনো স্পিড ব্রেকার না থাকায় দ্রুতগতিতে যানবাহন চলাচল করে, ফলে শিক্ষার্থীরা সড়ক পারাপারে প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
সরকারি বিজ্ঞান কলেজের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের কলেজের সামনে কোনো স্পিড ব্রেকার নেই, যার কারণে সড়ক পার হতে আমাদের সমস্যা হয়। এছাড়া অবৈধ দোকানপাটে ফুটপাত দখল হয়ে গেছে, ময়লা-আবর্জনাও পড়ে থাকে। একটি কলেজের সামনে সড়কের অবস্থা এমন হতে পারে না। এসময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো-
১. শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে অবিলম্বে তিনটি স্পিড ব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।
২. ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে উচ্ছেদ করতে হবে।
৩. ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে কার্যকর করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে।
৪. যানজট কমাতে নির্দিষ্ট এই সড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে।
৫. নিয়মিত কার্যকর বর্জ্য অপসারণ নিশ্চিত করে সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে হবে।
শিক্ষার্থীদের বিক্ষোভের পর দুপুর ১টা থেকে ডিএনসিসি উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের সময় পুলিশের কয়েকটি টিম নিরাপত্তার দায়িত্ব পালন করে।
ডিএনসিসির ওয়ার্ড সুপারভাইজার জহিরুল ইসলাম বলেন, বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে বিক্ষোভ করলে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা অভিযান চালাই। ফুটপাত ও সড়ক দখল করে থাকা সব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে থাকা ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আক্কাস আলী গণমাধ্যমকে বলেন, এটা মূলত সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।
বিডি প্রতিদিন/আরাফাত