উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি'র বিইউবিটি স্পোর্টস উইক ও ডিনস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়টির স্পোর্টস কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সবার প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবে পরিণত হয়।
শনিবার সকালে নারীদের ফাইনালে, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস দল ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এরপর ফ্যাকাল্টি ও স্টাফ ফাইনালে, ফ্যাকাল্টি অব ল' দলকে হারিয়ে স্টাফ টিম বিজয় অর্জন করে। বিকেলে পুরুষ বিভাগে ডিনস কাপ ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইংরেজি বিভাগকে হারিয়ে শিরোপা জয় করে।
বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, খেলাধুলা বিশ্ববিদ্যালয় জীবনের অবিচ্ছেদ্য অংশ; এটি দলগত কাজ, শৃঙ্খলা ও নেতৃত্ব শেখায়।
বিশেষ অতিথি বিইউবিটি ট্রাস্টের সদস্য ও বিইউবিটি ট্রাস্ট ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড স্পোর্টস অ্যাডভাইজরি কমিটির উপদেষ্টা শিহাব রিজওয়ান বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের নিষ্ঠা ও উদ্দীপনা প্রশংসনীয়। এমন আয়োজন ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য অধ্যাপক মিয়া লুৎফর রহমান ও রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদসহ অন্যরা। সপ্তাহব্যাপী প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে ছিল বিইউবিটি স্পোর্টস ক্লাব।