বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো বিশেষ দলের জন্য জুলাই সনদ স্বাক্ষর যেমন থেমে থাকেনি, নির্বাচনও থেমে থাকবে না।
রবিবার চুয়াডাঙ্গার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন।
দুদু বলেন, এনসিপি দলীয় প্রতীক হিসেবে তাদের পছন্দের কথা জানিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় সেই প্রতীক নেই। এখন প্রশ্ন হচ্ছে, শুধু একটি দলের জন্য নির্বাচন তালিকায় নতুন প্রতীক সংযোজন করা যাবে কি না—এটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে।
তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র করছে। কেউ কেউ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনও করছে। আমরাও যৌক্তিক দাবির পক্ষে। তবে যারা দাবি তুলছেন, তাদের ভাবতে হবে দাবিটি সময়োপযোগী কি না।
দুদুর মতে, এসব আন্দোলনের কারণে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল