র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও পাঁচ শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রেখে সতর্কীকরণ করা হয়েছে।
রবিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত র্যাগিং-এর অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত বিভাগের ১০/০৮/২০২৫ তারিখের বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-১) অনুযায়ী ১৯তম ব্যাচের নিম্নেবর্ণিত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- যুবরাজ হাসান আইডি: বি-২৩০১০৫০৪৮, রাজিয়াতুন নাহার নিশু আইডি: বি-২৩০১০৫০২৪, রহমাতুল্লাহ মাজী আইডি: বি-২৩০১০৫০২২।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত র্যাগিং-এর অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত বিভাগের ১০/০৮/২০২৫ তারিখের বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-২) অনুযায়ী ১৯তম ব্যাচের নিম্নেবর্ণিত শিক্ষার্থীবৃন্দ-কে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখা ও সতর্কীকরণ করা হলো। তারা হলেন-সামিয়া আঁখি আইডি: বি-২৩০১০৫০৪৪, মুইনদ্দীন আইডি: বি-২৩০১০৫০৩৫, মাজহারুল ইসলাম আইডি: বি-২৩০১০৫০৫৭, মো.রাকিব হোসেন আইডি: বি-২৩০১০৫০৬৮।
শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এ ব্যাপারে মুচলেকা নেওয়ার জন্য চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করা হলো।
বিডি প্রতিদিন/আরাফাত