সিলেটে অস্ত্র মামলায় ২১ বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোর ৬টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকাস্থ জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জসিম উদ্দিন (৪৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে।
র্যাব জানায়, জসিম গোলাপগঞ্জ থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে। এছাড়া আরও দুটি মামলার তদন্তেও সে অভিযুক্ত।
গ্রেফতারের পর তাকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
বিডি প্রতিদিন/এমআই