সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শাহজাদপুরের সচেতন নাগরিক সমাজ, বিএনপি, জামায়াত, এনসিপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
অবরোধ চলাকালে বক্তারা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন নিয়ে সরকারের অবহেলা ও কালক্ষেপণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ শাহজাদপুরবাসী হতাশ ও ক্ষুব্ধ। এই কারণে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের সকল কর্মসূচি বর্জন করে আন্দোলন শুরু করা হয়েছে।
বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে তারা মানববন্ধন, প্রতীকী ক্লাস, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনের একাদশ দিনে এসেও শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে তাদের ন্যায্য দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন।
তারা বলেন, নয় বছর ধরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস ও ভবন ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে- এটা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য অশনিসংকেত। একজন শিক্ষার্থী কেন নিজের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজপথে নামবে? এটি রাষ্ট্রের দায়িত্ব। সরকারের উচিত দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম শুরু করা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল/জামশেদ