‘চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের এক বছরের মাথায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। রাজনৈতিক বিভ্রান্তির কারণে এই হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী কেউ কেউ।’
জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-গণআন্দোলনে দেশে-বিদেশে সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাংবাদিক মোস্তফা ফিরোজ ও শামসুল আলম লিটন।
তারা বলেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্রদের নেতৃত্বে সর্বস্তরের মানুষ এক বছর আগে আওয়ামী লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সেই স্বপ্ন পূরণে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনে ছাত্ররা আবার রাস্তায় নামবে। তারা এখনো রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত আছে।’
মঙ্গলবার দুপুর ১২টায় ইউনিভার্সিটির হলরুমে এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসের ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আটর্সের ডিন অধ্যাপক ড. বিজয় প্রসাদ বড়ুয়া, শিক্ষার্থী আহনাফ ফাতেহ হোসেন ও মাসফিয়া রহমান রুহি। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটির প্রভোস্ট চ্যান জো জিম।
আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থান ও সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর যুদ্ধ বিমান দুর্ঘটনায় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, তরুণরা আন্দোলন করে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বিদায় করে ঘরে ফিরে গেলেও যারা তাদের স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছে, তারা সেই দায়িত্ব কতটা পালন করতে পেরেছে সেটা আজ বড় প্রশ্ন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি, দখল, চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস বন্ধ হয়নি। এই লক্ষ্যপূরণ না হলে ছাত্ররা আবার মাঠে নামবে বলে মনে করেন তিনি।
আলোচনা সভা শেষে চব্বিশের জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের ওপর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই