উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে শোক সংহতি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্য প্রাঙ্গণ থেকে কর্মসূচিটি শুরু হয়। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন তারা। এসময় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনসমূহের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলমসহ অন্যান্য প্রশাসনিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন সকলকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
এসময় তিনি বলেন, মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/নাজিম