রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল ঘোষণা করেছে শিবির। এতে সাবেক সমন্বয়ক, জুলাই অভ্যুত্থানে আহত ও সনাতন ধর্মাবলম্বী পদপ্রার্থী রয়েছেন।
রবিবার বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় শিবিরের সমাজসেবা সম্পাদক মোহাইমেন।
তিনি বলেন, আসন্ন রাকসু নির্বাচনে একটি ইনক্লুসিভ প্যানেল নিয়েই লড়বে শিবির। আমরা চাইলে একক প্যানেল দিতে পারতাম। তবে আমরা জুলাই গণঅভ্যুত্থানে ত্যাগীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ চেয়েছি। যাতে সকল শিক্ষার্থীর অধিকার আদায়ের প্লাটফর্ম হিসেবে এই প্যানেল কাজ করতে পারে। হলের নেতৃবৃন্দ হল সংসদ নির্বাচনের প্যানেল গঠনে কাজ করছে। যোগ্যদের নিয়ে তারাই সেটা ঘোষণা করবে, আমরা সহায়তা করবো।
ঘোষিত প্যানেলে ভিপি পদপ্রার্থী শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদপ্রার্থী সাবেক সমন্বয়ক ফাহিম রেজা, এজিএস প্রার্থী মানবাধিকার বিষয়ক সংগঠন সোচ্চারের সভাপতি এস এম সালমান সাব্বির, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক শাহিন আলম, সহকারী ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক আবু সাইদ, সংস্কৃতি সম্পাদক জাহিদ হাসান জোহা, সহকারী সংস্কৃতি সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইদা হাফসা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষনা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষনা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহিল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাসান হাওলাদার, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হামিদুল্লাহ নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা, কার্যনির্বাহী-১ ইমতিয়াজ হক কামালি, কার্যনির্বাহী-২ সুজন চন্দ্র, কার্যনির্বাহী-৩ এ বি এম খালেদ, কার্যনির্বাহী-৪ দ্বীপ মাহবুব।
এদের মধ্যে জিএস পদপ্রার্থী ফাহিম রেজা সাবেক সমন্বয়ক, দ্বীপ মাহবুব জুলাই গণঅভ্যুত্থান আহত ও সম্মুখ সারির যোদ্ধা সালমান সাব্বির, সনাতনী শিক্ষার্থী সুজন চন্দ্র।
এই প্যানেল থেকে সিনেট সদস্য পদে লড়বেন ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান, জিএস পদপ্রার্থী ফাহিম রেজা, এজিএস প্রার্থী সালমান সাব্বির ও মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম।
ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি নির্বাচন হচ্ছে। যা বহুল কাঙ্ক্ষিত ছিল। এই নির্বাচনে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই। ছাত্রলীগ ও ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাসে আমরা পরস্পরের প্রতিযোগী হতে পারি। এই প্যানেল শিক্ষার্থীদের অধিকার আদায়ে মুখপাত্র হিসেবে কাজ করবে। সেই লক্ষ্যে আমরা লড়ছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন