নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হোন্ডা প্রেজেন্টস ইপিটোমই-বাংলাদেশের শীর্ষস্থানীয় এইচআর কেস প্রতিযোগিতার তৃতীয় আসর শুরু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মেইন অডিটরিয়ামে হিউম্যান রিসোর্সেস ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এবারের আসরের শিরোনাম হচ্ছে, ‘এইচআর ট্রান্সফরমেশন : শেপিং টোমোরো’স ওয়ার্কফোর্স’। তৃতীয় আসরের মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন, বিবিএ প্রগ্রামের পরিচালক ও ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার কাজী তাফসিরুল ইসলাম ও গ্রামীণফোনের এমপ্লয়ি এক্সপেরিয়েন্স এক্সপার্ট নূদার ইয়াসমিন দুটি কর্মশালা করান। তারা অংশগ্রহণকারীদের আধুনিক এইচআর অনুশীলনের গুরুত্বপূর্ণ দিকগুলো- যেমন কর্মক্ষমতা মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যতা এবং প্রযুক্তিনির্ভর পরিবেশে অভিযোজন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া তারা প্রতিযোগিতার নিয়মাবলি ও প্রত্যাশা সম্পর্কে ধারণা দেন।
আয়োজকরা জানায়, এই বছরের ইপিটোমই ৩.০ এর মূল থিম ছিল এইচআরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর উদ্ভাবন। এতে অংশগ্রহণকারীদের নিয়োগ, কর্মী সম্পৃক্ততা এবং এইচআর সিস্টেম অপ্টিমাইজেশনের মতো ক্ষেত্রে সৃজনশীল ও টেকসই সমাধান তৈরি করতে উৎসাহিত করা হয়েছে। পুরো প্রতিযোগিতা তিনটি ধাপে বিভক্ত, যা অংশগ্রহণকারীদের কৌশলগত চিন্তা-ভাবনা, প্রযুক্তিগত সচেতনতা এবং নেতৃত্বের দক্ষতা যাচাইয়ের জন্য তৈরি।
আয়োজকরা আরো জানায়, ওয়ার্কশপ শেষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোড শো ও রেজিস্ট্রেশন ক্যাম্পেইন পরিচালিত হবে।
ক্যাম্পাস এবং অনলাইন প্রচারণার মাধ্যমে এই আয়োজনের ব্যাপক প্রচার ঘটানো হবে।
বিডি প্রতিদিন/আরাফাত