বদর দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পবিত্র কুরআন উপহার কর্মসূচির আয়োজন করেছে শেকৃবি ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১২ শত শিক্ষার্থীর মাঝে কুরআন প্রদান করা হয়।
বুধবার বিকাল ৩ টায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ‘কুরআন উপহার কর্মসূচি’ শিরোনামে এই কুরআন উপহার কর্মসূচি পালিত হয়। ছেলে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এবং মেয়ে শিক্ষার্থীদের বদরুদ্দোজা চৌধুরী গবেষণাগারের সামনে থেকে কুরআন প্রদান করা হয়।
এসময় শিবিরের শেকৃবি শাখার সভাপতি আবুল হাসান বলেন, আমরা উপলব্ধি করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের সাহিত্য অধ্যায়ন করলেও তাদের অনেকের কাছে কুরআন নেই। আবার অনেকের কাছে থাকলেও সরল অনুবাদ সম্বলিত কুরআন নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কুরআনের জ্ঞান সমৃদ্ধ করার সুযোগ তৈরি এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার পথ তৈরির উদ্দেশে এই কার্যক্রম গ্রহন করেছি।
বিডি-প্রতিদিন/শআ