দেশে নারী নিপীড়ন, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, গণঅভ্যুত্থানে দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল। অথচ এখন বিপরীত চিত্র দেখছি। কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য মানুষ রক্ত দেয়নি। অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।
নেতাকর্মীদের প্লে-কার্ডে স্লোগান ছিল 'ধর্ষকরা নিপাত যাক, নারী সমাজ মুক্তি পাক', 'ধর্ষকদের ঠিকানা এই বাংলাশ হবে না', 'ধর্ষণকারী নরপিশাচ আমরা করব তার বিনাশ', 'বোন তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই', 'তুমি কে আমি কে? আছিয়া, আছিয়া।
সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, একটি গোষ্ঠী দেশে নৈরাজ্য সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে শৃঙ্খলা রক্ষা কঠিন। দেশে আছিয়াদের নিরাপত্তা নেই। নারীরা পথেঘাটে ও ঘরে নিপীড়িত। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে শাখা ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত