বার কাউন্সিলের এনরোলমেন্ট ও বিজেএস পরীক্ষার ফি কমানো এবং নন-ক্যাডার চালুর দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, "আইন পেশা আমাদের অধিকার। স্বৈরাচারী আমলে নির্ধারিত ফি এখনো বহাল রয়েছে। ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য বার কাউন্সিল ও বিজেএসের এনরোলমেন্ট ফি কমাতে হবে। আবেদন ফি না কমালে আমরা পরীক্ষা বয়কট করব। পাশাপাশি বিজেএস ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিসিএসের মতো নন-ক্যাডার চালু করতে হবে।"
শিক্ষার্থীরা আরও বলেন, বার কাউন্সিল পরীক্ষার ফি প্রায় সাড়ে ৪ হাজার এবং বিজেএস পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা, যা সম্পূর্ণ অযৌক্তিক। অনেক শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনায় কষ্ট করেন। এই ফি কমানো না হলে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে বার কাউন্সিল ঘেরাওয়ের সিদ্ধান্ত নেব।
জবি শিক্ষার্থী মোস্তফা আহমেদ শান্ত বলেন, "বার কাউন্সিলের এই ফি আমরা অযৌক্তিক বলে মনে করছি। অন্যান্য চাকরির পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে এনরোলমেন্ট ফি ২০০ টাকায় নামিয়ে আনতে হবে। এ ছাড়া, অন্যান্য নিয়োগ পরীক্ষার মতো বিজেএস পরীক্ষার লিখিত ও ভাইভা পরীক্ষার নম্বর প্রকাশ করতে হবে।"
তিনি আরও বলেন, "নন-ক্যাডার চালু করে মূল পদের বাইরে আইনসংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য সংস্থায় নিয়োগের ব্যবস্থা করতে হবে।"
শিক্ষার্থী নিপা রানী বলেন, "আমরা অনেকেই টিউশনি বা পার্ট-টাইম চাকরির মাধ্যমে পড়াশোনার খরচ চালাই। ৪ হাজার টাকা ফি দিয়ে পরীক্ষা দেওয়া আমাদের জন্য কঠিন। এটি বৈষম্যমূলক। তাই বার কাউন্সিল এনরোলমেন্ট ও বিজেএস পরীক্ষার ফি অবিলম্বে কমিয়ে ২০০ টাকার মধ্যে নিয়ে আসতে হবে।"
বিডি প্রতিদিন/আশিক