দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার ইডেন কলেজের বকুলতলায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
আর ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পসে গেটের সামনে এ কর্মসূচি পালন করেন।
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও নারী-শিশুসহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
এদিকে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, ধারালো অস্ত্রের হামলাসহ দেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ‘নিরাপত্তা আন্দোলন’ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমাবেশে ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা চাই কেউ যেন আর ধর্ষণের শিকার না হয়। নতুন বাংলাদেশেও আজ নারীরা ঘরে-বাইরে সব জায়গায় নির্যাতিত।
বিডি প্রতিদিন/একেএ