জীবনের লড়াইয়ে প্রায়ই দেখা যায়—সবচেয়ে বড় শক্তি আসে অন্য মানুষের মানবিক সহায়তা থেকে। সম্প্রতি এমনই এক মানবিক উদাহরণ সৃষ্টি হয়েছে দিনাজপুরের কবি মজেল উদ্দীনের জীবনে।
শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে রিকশা চালাতে পারছিলেন না তিনি। জীবিকার জন্য নির্ভরশীল ছিলেন শুভাকাঙ্ক্ষীদের সহায়তার ওপর। কিন্তু সময়ের সঙ্গে সেই সহায়তা কমে গেলে দিনযাপন হয়ে ওঠে কঠিন। এক পর্যায়ে নিজের দুঃখ-দুর্দশার কথা জানান বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের কাছে।
মজেল উদ্দীন বলেন, ‘আমি এমন কিছু করতে চাই, যা আমার জন্য কষ্টসাধ্য হবে না। আমার জন্য সবচেয়ে সুবিধাজনক হবে চীনা বাদাম ভেজে বিক্রি করা। যদি কেউ সহযোগিতা করে, আমি নিজ উদ্যোগে জীবন চালিয়ে যেতে পারব।’
তার এই আকাঙ্ক্ষার কথা শুনে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা পাশে দাঁড়ান। মঙ্গলবার দিনাজপুর জেলা শাখার উদ্যোগে তাকে দেওয়া হয় ৫ কেজি বাদাম বিক্রির ডালি, ছেনি, পাল্লা-পাথর, বাদাম, লবণ, চালনি, হাতা ও খড়িসহ ব্যবসার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম।
এর ফলে কবি মজেল উদ্দীন এখন নিজ উদ্যোগে জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন—আত্মসম্মানও অক্ষুণ্ণ থাকবে।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা এমদাদুল হক মিলন, সদর উপজেলা শাখার সভাপতি আসতারুল আলম, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ, কার্যকরী সদস্য শিবশ্রী রায় ও জীবন ইসলাম।
বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শুধু একটি মানবিক সহায়তা নয়—এটি একজন সৃষ্টিশীল মানুষের আত্মমর্যাদা রক্ষার প্রচেষ্টা, যা সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিডি-প্রতিদিন/মাইনুল