সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) হালুয়াঘাটের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হালুয়াঘাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট এনড্রুজ উচ্চ বিদ্যালয় এবং সেন্ট মেরীস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গুর কারণ, প্রতিরোধ ও আক্রান্ত হলে করণীয় বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাকরিয়া সিথী, সহ-সভাপতি শাহরিয়া বিবেক, আব্দুল্লাহ আল-মামুন, আবু সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-তামিম, কার্যনির্বাহী সদস্য রেশমি আক্তার জুঁই, কাসমিম আক্তার, সাহেরা সিদ্দিকা, জান্নাত জাহান যুথি, সাইফ হাসান লিয়ন, আরাফ তাসিন, তানহা তায়েবা নুহা।
উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, "বর্তমানে সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন প্রায় ১০–১৫ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকেই ডেঙ্গু সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তাই সাধারণ মানুষকে সচেতন করা আমাদের মূল উদ্দেশ্য।"
স্থানীয় শিক্ষকরা বলেন, "এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" এছাড়া মোশাররফ হোসেন এবং ফাকরিয়া সিথী নিশ্চিত করেছেন, ভবিষ্যতে গ্রাম পর্যায়ে ঘরে ঘরে সচেতনতামূলক প্রচার চালানো হবে।
স্থানীয়রা বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সামাজিক উদ্যোগ হিসেবে বসুন্ধরা শুভসংঘের এই কর্মসূচি হালুয়াঘাটবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়েছে।"
বিডি প্রতিদিন/আশিক