ইন্দোনেশিয়ার দক্ষিণ বোর্নিও প্রদেশে দুই ক্রু ও ছয় যাত্রীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা (বাসারনাস)।
নিখোঁজ হেলিকপ্টারটির নাম পিকে-আরজিএইচ, এটি ইস্টইন্ডো এয়ার নামের একটি বেসরকারি কোম্পানির মালিকানাধীন। ফ্লাইট নম্বর ছিল পিকে ১১৭-ডি৩।
উদ্ধার সংস্থার প্রধান ই পুতু সুদায়ানা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হেলিকপ্টারটি দক্ষিণ বোর্নিওর মান্তেউয়ে এলাকার আকাশসীমায় নিখোঁজ হয়। দুপুরের দিকে হঠাৎ এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শেষ অবস্থান হিসেবে ৩°৬'৫৪.৫৮" দক্ষিণ অক্ষাংশ ও ১১৫°৪১'২.৬২" পূর্ব দ্রাঘিমাংশ চিহ্নিত করা হয়েছে, যা মান্দিন দামার জলপ্রপাত এলাকার কাছাকাছি। ওই এলাকাতেই চলছে সক্রিয় উদ্ধার তৎপরতা।
দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করতে সেখানে মোতায়েন করা হয়েছে ৪০ জন উদ্ধারকর্মী।
নিখোঁজ হেলিকপ্টারের বিষয়ে এখনো বিস্তারিত জানা না গেলেও, দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা হওয়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাসারনাস কর্মকর্তারা।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/মুসা