ভিন্নধর্মের হয়েও কেন গণেশপূজা করেন বলিউড অভিনেতা সালমান খান? প্রায়ই এই প্রশ্ন ওঠে তার অনুরাগীদের মধ্যে। সম্প্রতি তার বাড়ির গণেশপূজার ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিকমাধ্যমে। অনুরাগীরা দেখে মুগ্ধ হয়েছিলেন। এবার সালমানের বাবা সেলিম খান জানালেন, খান পরিবারে গণেশচতুর্থী পালনের আসল কারণ।
সালমানের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকেই রয়েছে একটি গণেশমূর্তি। গত ১৫ বছর ধরে এই মূর্তি রয়েছে তাদের বাড়িতে। হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন সেলিম খান। বিয়ের পরে সুশীলার নাম হয় সালমা খান। তার পরেই কি গণেশপূজার চল তাদের বাড়িতে? সেলিম জানান, তার বিয়ের অনেক আগে থেকেই গণেশপূজা করেন তারা।
সেলিমের বাবার আমল থেকেই এই চল। ইনদওরের একটি হিন্দু এলাকায় তারা থাকতেন। সেখানে হিন্দু-মুসলিম বলে আলাদা করে কিছুই ছিল না। সম্প্রীতির সঙ্গে সবাই থাকতেন। পরিবারগুলির মধ্যে খাবারও দেওয়া নেওয়া হত।
সেলিমের কথায়, “হিন্দু-মুসলিমের কোনও ব্যাপারই ছিল না। আমরা সকলে বন্ধু ছিলাম। আমি বরাবরই হিন্দুদের মধ্যে বড় হয়েছি। তাই বিয়ের পরেই গণেশপূজা করছি আমি, বিষয়টা এমন নয়। ভিন্নধর্মে বিয়ে নিয়েও আমার পরিবারের তরফ থেকে কোনও সমস্যা ছিল না। আমার স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না। ওর পরিবারের দূরের এক আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে।”
ছোটবেলায় তার সব বন্ধুরাও হিন্দু ছিলেন বলে জানান সেলিম। স্কুলে মাত্র তিন জন মুসলিম সহপাঠী ছিলেন। কিন্তু বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই। হিন্দু আবহে বড় হয়েছেন বলেও সাতপাক ঘুরেই বিয়ে করেছিলেন সেলিম। তার পরে বিয়ে করেছিলেন। এই একই মানসিকতা ছেলে সালমানের মধ্যেও রয়েছে বলে জানান সেলিম খান। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম