স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১২৩টি সংগঠন ঢাকা ও এর আশপাশের সড়কে ১ হাজার ৬০৪ বার অবরোধ করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশের রাস্তায় এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এগুলো রাস্তায় করলে জনদুর্ভোগের সৃষ্টি করে। যানজটের একটা বড় কারণ হয়। একটা রাস্তার যদি কোনো একটা কোনা ব্লক হয়ে যায়, ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায়। আমি সবার কাছে একটা অনুরোধ করব, এটা যদি একটা সুনির্দিষ্ট জায়গায় করা হয়, যেখানে মাঠ রয়েছে, কিংবা সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে- এসব জায়গায় যদি করা হয়, তবে জনদুর্ভোগটা কম হবে। উপদেষ্টা বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগেও অনুরোধ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান বা রাজধানীর সুনির্দিষ্ট জায়গা যেখানে মাঠ রয়েছে সেখানে এসব সমাবেশ বা আন্দোলন করতে যাতে কোনো জনদুর্ভোগ না ঘটে। সবারই দাবিদাওয়া থাকতে পারে। প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে, কিন্তু সেটা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। সভার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধানত আলোচনা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কার্যকলাপ ও আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ হবে- তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এ ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আর জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। সে বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন। পুলিশের নিষ্ক্রিয়তা-সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ যদি অ্যাকটিভ হয় তাহলে বলে পুলিশ ওভার (বেশি) করে ফেলছে। আমরা তারপরও চেষ্টা করছি। এই যে গতকাল (শনিবার) আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু যদি আগুন ধরানোর আগেই পুলিশ অ্যাকশনে চলে যেত তাহলে বলা হতো শান্তিপূর্ণ অনুষ্ঠান হচ্ছে তাহলে কেন পুলিশ বাধা দিল। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ধরে রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যে ফাটল ধরলে এর মধ্যে ফ্যাসিস্টের দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
শিরোনাম
- কানাডার কুইবেকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভিসা জালিয়াতদের বিরুদ্ধে মার্কিন দূতাবাসের স্পষ্ট বার্তা
- মুন্সিগঞ্জে রেললাইনে অজ্ঞাত নারীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার
- আগস্টে ডেঙ্গুতে সারা দেশে ৩৯ জনের মৃত্যু
- ‘আওয়ামী লীগের ভোট কারো কারো মাথাব্যথার কারণ হতে পারে’
- মানুষ-হাতির সহাবস্থান নিশ্চিতে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দেয়ার উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা
- ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় অটোচালক নিহত
- সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি : মির্জা ফখরুল
- খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, আটক দুই
- ইমামের ব্যাটে আট ম্যাচে চার সেঞ্চুরিসহ তিন ফিফটি
- ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভালে বাংলাদেশের 'লোক'
- ৪৩ বছর পর জয় পেল ১৬০ বছরের পুরোনো ক্লাব
- ১৪ বছর ব্যাংকে চাকরি, এখন ফুটপাতে করছেন ভিক্ষা
- চবিতে আজও ক্লাস-পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসে সুনসান নীরবতা
- হাওরের প্রকৃতি নিয়ে রহস্য-চলচ্চিত্র ‘নাওবিবি’
- আজকের দিনটি বাংলাদেশিদের জন্য প্রেরণার : তারেক রহমান
- এআইয়ের কারণে চাকরি পাচ্ছেন না কম্পিউটার সায়েন্স স্নাতকেরা!
- এআই চ্যাটবটকে যে তথ্যগুলো কখনোই দেবেন না
- ছাইয়ে ঢেকে যেতে পারে টোকিও, এআই ভিডিওতে সতর্কবার্তা
- গাছে আটকে ঝুলে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ
স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় ১২৩ সংগঠনের ১,৬০৪ বার অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
২১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, শুনানির দিন ধার্য
২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস