সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে ভারত। তাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। সেই ম্যাচ চরম নাটকীয়তায় পূর্ণ ছিল। ইনজুরি সময়ের শেষ মিনিটের গোলে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম রাউন্ডে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল ভারত। আজকের জয়ে সেটিরই বদলা নিলেন অর্পিতারা।
ভারত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এরপরও আজ ম্যাচের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে কেঁদেছেন ভারতীয় ফুটবলাররা। আর বিজয় উল্লাস করেছে বাংলাদেশ। কারণ ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। এরপর ভারত নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সমতা আনে। এরপর ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে। নাটকীয় এই হার ভারতীয় ফুটবলাররা কোনোভাবেই যেন মানতে পারছিলেন না!
বাংলাদেশের জয়সূচক গোলটাও বেশ নাটকীয়। একেবারে শেষ মিনিটে ভারতের বক্সের উদ্দেশ্যে বল নিয়ে ছুটছিলেন সুরভী আকন্দ প্রীতি। তার নেয়া শট ভারতীয় গোলরক্ষকের গ্রিপ ফসকে সাইড পোস্টে লাগে। এরপর বল গড়িয়ে ভারতের জালে জড়ায়। এতে বাংলাদেশের মেয়েরা আনন্দ মেতে ওঠেন, আর কাঁন্নায় ভেঙে পড়েন ভারতীয় মেয়েরা। কিক অফের পরপরই শেষ বাঁশি বাজান রেফারি।
টুর্নামেন্টে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ছয়টি ম্যাচ খেলছে চার দল। ছয় ম্যাচে ভারতের পয়েন্ট ১৫। বাংলাদেশের ১৩। ভুটানের বিপক্ষে ড্র না করলে বাংলাদেশেরও সমান ১৫ পয়েন্ট থাকত। তখন হেড টু হেড এবং গোল ব্যবধান বিবেচনায় শিরোপা নির্ধারণ হতো।
বিডি প্রতিদিন/কেএ