বর্ষাকালে নদী, খাল, বিল, পুকুর, ডোবা, নালা সর্বত্রই পানি থাকে টইটম্বুর। এ সময় খেলা বা গোসল করতে গিয়ে বিশেষ করে শিশু ও সাঁতার না জানা মানুষ পানিতে ডুবে মৃত্যুর শিকার হচ্ছেন প্রায়ই। এসব মৃত্যুর মধ্যে শিশুদের হার সবচেয়ে বেশি। এ ঝুঁকি এড়াতে শিশু ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে রবিবার সকালে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক সচেতনতা সভার আয়োজন করা হয়।
স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু, শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার, যুগ্ম সম্পাদক মাসুদুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি প্রমুখ।
বক্তারা বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে শিশুদের সাঁতার শেখানো অত্যন্ত জরুরি। পাশাপাশি পানিতে ডুবে যাওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতে হবে। সভায় অংশগ্রহণকারীদের সামনে কিছু প্রাথমিক চিকিৎসা পদ্ধতিও প্রদর্শন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা শুভসংঘের এমন উদ্যোগের প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/আশিক