টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছে ওভাল ইনভিনসিবলস। তিনবারই গ্রুপ পর্বের শীর্ষে থেকে সরাসরি লর্ডসের ফাইনালে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটি এবং প্রতিবারই শিরোপা হাতে তুলেছেন অধিনায়ক স্যাম বিলিংস।
আগের দুই ফাইনাল ছিল হাড্ডাহাড্ডি। তবে এবারের ফাইনালে ট্রেন্ট রকেটসের বিপক্ষে একচেটিয়া দাপট দেখিয়েছে ওভাল ইনভিনসিবল। উইল জ্যাকস ও জর্ডান কক্স দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৮৭ রান যোগ করেন, যা দলের ১৬৮ রানের ভিত গড়ে দেয়। পরে প্রথম সাত বলেই তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন নাথান সোউটার।
এই তিনজনই টুর্নামেন্ট শুরুর প্রথম মৌসুম থেকেই ইনভিনসিবলস দলে আছেন। অধিনায়ক স্যাম বিলিংস ও কোচ টম মুডিও আছেন শুরু থেকে। দলটি মূলত ধারাবাহিকতা এবং একই কোর স্কোয়াডের ওপর নির্ভর করে এসেছে।
এদিন টস হেরে আগে ব্যাটিং নেমে ১৬তম বলে তাওয়ান্দা মুয়েয়ের উইকেট হারায় ওভাল। ১০ বলে ১৫ রান করে বিদায় নেন তিনি। এরপর জ্যাকস-কক্সের ব্যাটে এগিয়ে যায় ওভাল। ২৮ বলে ৪০ রান করে ফিরে যান কক্স।
জ্যাকসের ব্যাট থেকে আসে ৪১ বলে ৭২ রান। দলীয় ১৪৮ রানের মধ্যে এই দুই ব্যাটার ফিরে গেলে তারপর আর সেভাবে রান বাড়েনি। স্যাম কারান ১০ বলে ১৫ করে ফিরলেও ডোনোভন ফেরেইরা ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আসা-যাওয়ার মধ্যে সময় পার করেন রকেটসের ব্যাটাররা। দলটির হয়ে মূলত একাই লড়াই করেন মার্কাস স্টইনিস। ৩৮ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬৪ রান করেন এই অজি অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার সাকিব মাহমুদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন একদম একশ'তম বলে। আট উইকেটে ১৪২ রানে থামে ২৬ রানে হারা দলটি। মূলত সোউটারের দারুণ স্পেলেই ম্যাচ থেকে ছিটকে যায় রকেটস। এরপর স্টইনিসের দাপটেও ম্যাচে ফিরতে পারেনি দলটি।
বিডি প্রতিদিন/কেএ